যশোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে দোলন কর্মকার (৩৩) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত নয়টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুক্রবার রাতে বিষয়টি জানাজানি হয়েছে।
জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন নারী রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবারের কারণে এ বিষয়ে আমার বিস্তারিত জানা নেই।
হাসপাতাল সূত্রে জানা যায়, দোলন কর্মকার যশোরের চৌগাছা উপজেলার উত্তর কয়ারপাড়া গ্রামের সমীর কর্মকারের স্ত্রী। তিনি বৃহস্পতিবার ১৩ জুলাই দুপুরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওইদিন রাত ৯ টার দিকে তিনি মারা যান ।