মাশরাফিকে জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল
- আপডেট সময় : ১০:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪ ১২৭ বার পঠিত
বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফী বিন মোর্ত্তজা এম,পিকে মহান জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, সফল রাষ্ট্র নায়ক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নড়াইল জেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বহস্পতিবার বেলা ১২ টার দিকে বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল শহরের রপগঞ্জ বাজার কুন্ডু মার্কেট চত্বর থেকে বিশাল আনন্দ মিছিল টি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল শহরর চৌরাস্তা ঘুরে আদালত সড়ক গিয়ে শেষ হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চদ্র বোস, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হাসানুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামসহ বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন, নড়াইল জেলা শাখার বিপুল সংখ্যক নেতা -কর্মিসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।