মাদক নির্মূলে সরকারে জিরো ট্রলারেন্স ঘোষনাকে বাস্তবায়ন করতে সাংবাদিক পুলিশ একসাথে কাজ করতে আহ্বান জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর উদ্যোগে মাদক নির্মূলে করনীয় শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আহ্বান করেন তিনি।
শনিবার (২রা মার্চ) দুপুরে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও এশিয়ান টিভি'র স্টাফ রিপোর্টার মোঃ শাহ আলম এবং সঞ্চালনায় ছিলেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (হাসান)।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়েছে। তারই ধারাবাহিকতায় মাদক নির্মূলে আশুলিয়া থানার পুলিশ কর্মকর্তারা জিরো টলারেন্স অবস্থানে। যে কোন প্রয়োজনে ৯৯৯ ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়ার জন্য তিনি আহ্বান করেন।
এসময় তিনি উপস্থিত সকল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা মাদকের যে কোন তথ্য আমাকে জানাবেন আমি তখনই পদক্ষেপ নিবো। সেই সাথে সঠিক নিউজ করার আহ্বানও করেন তিনি।
আলোচনা সভায় বাড়ীর মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, এই এলাকার বাড়ির মালিকরা যদি একটু সচেতন হয় তাহলে মাদক নির্মূল করা সম্ভব, খুনের মত ঘটনাও ঘটে বাড়ীওয়ালাদের অসচেতনতার ফলে। বাড়ী ওয়ালারা যদি ভাড়া দেওয়ার সময় আশুলিয়া থানার বাড়ী ভাড়া ফরম পূরন করে এবং ভাড়াটিয়ার নিকট থেকে আইডি কার্ডের ফটোকপি ও ছবি রাখে তাহলে অপরাধীরা অপরাধ সাহস পাবে না। এমনকি অপরাধীদের ধরতেও সহজ হবে। বর্তমান ডিজিটাল যুগ এখন আইডি কার্ড দিয়ে সার্চ দিলেই সে অপরাধী কিনা তা সহজেই জানা যায়।
এ সময় তিনি মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদেরকে চিনতে পারলে তাদের নিকট বাড়ি ভাড়া এবং দোকান বাকি না দেওয়ার জন্য অনুরোধ করেন ।
উক্ত আলোচনা সভায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর নেত্রীবৃন্দ মাদক নির্মূলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর সকল সদস্যসহ অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।