ময়মনসিংহ শ্যামগঞ্জ বাজারে আগুনে পুড়ে ছাই দুই ব্যবসা প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৯:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪ ৬৭ বার পঠিত
ময়মনসিংহের শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দুই ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানান।
বুধবার (১৭জানুয়ারি/২৪) বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামগঞ্জ কুমুদগঞ্জ এলাকায় স্থানীয় আব্দুল্লাহর লেপ-তোষকের ও এবায়দুলের সার-কীটনাশকের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান-আব্দুল্লাহর লেপ-তোষকের দোকানের বৈদ্যুতিক মটরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মূহুর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শবর্তী এবায়দুলের সার-কীটনাশকের দোকানে। খবব পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো:সাইফুল ইসলামের নেতৃত্ব ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় ২ টি ইউনিট (দু’ঘন্টা ২০মিনেটে) আগুন নিয়ন্ত্রণে আনে।
স্হানীয়রা জানান অগ্নিকান্ডের ঘটনায় ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান ঘটনাস্থল পরিদর্শন করে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দেন।
পূর্বধলা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জও ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো:সাইফুল ইসলাম জানান-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকান্ডে ক্ষতিও উদ্ধারের পরিমান তদন্ত সাপেক্ষে বলা যাবে।