সংবাদ শিরোনাম ::
মনসা পূজা উপলক্ষে বান্ধব পল্লী তে সাংস্কৃতিক অনুষ্ঠান
মানিক কুমার দাস, ফরিদপুর :
- আপডেট সময় : ০২:৪৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১২৮ বার পঠিত
মনসা পূজা উপলক্ষে আলিপুরের বান্ধব পল্লীতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত শনিবার রাত সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত এ সংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত তিনটা অবধি।
এতে বিকাশ শিল্প গোষ্ঠীর পরিবেশনায় বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন বিকাশ শিল্প গোষ্ঠীর সঙ্গীত শিল্পীরা এবং বান্ধব পল্লীর স্থানীয় শিল্পীরা।
উল্লেখযোগ্য সংখ্যক দর্শক এই অনুষ্ঠানটি উপভোগ করেন। উল্লেখ করা যেতে পারে মনসা পূজা উপলক্ষে শহরের বান্ধব পল্লীতে প্রতিবছরই এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় এলাকাবাসী ছাড়া অনেক বহিরাগত শিল্পী ও অনুষ্ঠানের অংশ নেয়।