মধুখালী উপজেলায় অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ সম্পন্ন
- আপডেট সময় : ০৮:২৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ ৫৬ বার পঠিত
ফরিদপুর জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় মধুখালী উপজেলার গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পর্যায়ের ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিক্স ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৩০ জানুয়ারি ২০২৪ তারিখে সমাপ্ত হয়েছে।
মোঃ শাহীন সুলতান রাজা, জেলা ক্রীড়া অফিসার ফরিদপুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন করেন মামনুন আহমেদ অনিক, উপজেলা নির্বাহী অফিসার, মধুখালী, ফরিদপুর ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিরাজ হোসেন, অফিসার ইনচার্জ, মধুখালী, ফরিদপুর, মুহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মধুখালী, ফরিদপুর, মো: আ: আউয়াল আকন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মধুখালী, ফরিদপুর, গোলাম কিবরিয়া, চেয়ারম্যান, ৮ নং গাজনা ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বিশিষ্ট সমাজসেবক, মোঃ ইমন হাসান, সভাপতি, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষক, গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়। বালকদের তিনটি এবং বালিকাদের দুইটি বিভাগে মোট ২০ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৫০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।