ভোলা চরফ্যাশনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৪২ লাখ টাকার নিষিদ্ধজালসহ দুই জনকে আটক করেছে বাংলাদেশ নৌ-বাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আটক ২ জনক ১৫ দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
বুধবার (৯ অক্টোবর) নৌ-বাহিনীর অপারেশন অফিসার লেফটেন্যান্ট মো.মুফতাদি উল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ৬ টি এবং শশীভূষণ বাজার এলাকার ৪ টি মোট ১০ টি দোকানে পৃথক অভিযান চালানো হয় । এ সময় সরকার কর্তৃক নিষিদ্ধ ১০ লাখ ৪০ হাজার মিটার কারেন্টজাল, ২৫ হাজার মিটার চরঘেরা, চার হাজার মিটার বেহুন্দীজাল, ২৫০ পিচ চায়না চাইজাল, ২শ কেজি পলিথিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি ৪২ লাখ টাকা। একই সময় দুইজনকে আটক করা হয়।
আটককৃতদের ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উদ্ধারকৃত নিষিদ্ধ জাল ভোলা সদরের তেতুলিয়া নদীর ভেদুরিয়া লঞ্চঘাটের পাশে আগুনে পুড়ে নষ্ট করা হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।