ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

ভোলায় মিধিলির প্রভাবে ২ লাখ হেক্টর জমির আমন ধান সহ শত কোটি টাকার ইট ভাটা ক্ষতিগ্রস্ত

আশিকুর রহমান শান্ত-ভোলা:
  • আপডেট সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ৬১ বার পঠিত

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলা জেলার ৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫৯টি ইউনিয়নের ৫২৬টি ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে প্রায় ২ লাখ হেক্টর আমন ও মৌসুমী ফসল, ৫ শতাধিক বসতঘর, শত কোটি টাকার ইট ভাটা সহ ২টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় কয়েকশত কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির জানান, জেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার ৯শ’ হেক্টর জমির কাঁচাপাকা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ২৭% ধান হেলে পড়েছে এবং মৌসূমী ফসল খেতে বপন করা ৫০% গম, খেশারী ও সরিষা পানিতে নষ্ট হয়ে গেছে।

জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন জানায়, বিভিন্ন স্থানে ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ঘর ৪২৬টি ও ৭৩টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়াও ভোলা জেলার বৈধ ১৪০টি ইট ভাটার মধ্যে প্রায় ১শ’ ইট ভাটায় তৈরী কাঁচা ইট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রতিটি ইট ভাটার কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা করে প্রায় শত কোটি টাকা কাঁচা ইট আগুন দেয়ার পূর্বে নষ্ট হয়ে গেছে।

তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শামীম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে ভারি বৃষ্টিপাতসহ ঝড়োহাওয়া শুরু হয়। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। অতি বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ ফসলি জমি।

জেলা মৎস্য আবুল কালাম আজাদ জানায়, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনায় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ৬ জেলেকে উদ্ধার করা হলেও বাদশা (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ বাদশাকে উদ্ধারে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করছে।

ভোলা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ বলেন, ঘূর্ণিঝড় মিধিলি’র কারনে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট ঘটেছে। সচল করতে আমরা কাজ করছি।

ট্যাগস :

ভোলায় মিধিলির প্রভাবে ২ লাখ হেক্টর জমির আমন ধান সহ শত কোটি টাকার ইট ভাটা ক্ষতিগ্রস্ত

আপডেট সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩

ঘূর্ণিঝড় মিধিলির আঘাতে ভোলা জেলার ৭ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ৫৯টি ইউনিয়নের ৫২৬টি ওয়ার্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর মধ্যে প্রায় ২ লাখ হেক্টর আমন ও মৌসুমী ফসল, ৫ শতাধিক বসতঘর, শত কোটি টাকার ইট ভাটা সহ ২টি ট্রলার ডুবির ঘটনায় প্রায় কয়েকশত কোটি টাকার ক্ষতি হয়েছে এবং বিভিন্ন স্থানে গাছ পড়ে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবির জানান, জেলার চরাঞ্চলসহ বিভিন্ন উপজেলায় মোট ১ লক্ষ ৭৫ হাজার ৯শ’ হেক্টর জমির কাঁচাপাকা আমন ধান ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে ২৭% ধান হেলে পড়েছে এবং মৌসূমী ফসল খেতে বপন করা ৫০% গম, খেশারী ও সরিষা পানিতে নষ্ট হয়ে গেছে।

জেলা ত্রান ও পূনর্বাসন কর্মকর্তা এবিএম আকরাম হোসেন জানায়, বিভিন্ন স্থানে ৫ শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আংশিক ঘর ৪২৬টি ও ৭৩টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে।

এছাড়াও ভোলা জেলার বৈধ ১৪০টি ইট ভাটার মধ্যে প্রায় ১শ’ ইট ভাটায় তৈরী কাঁচা ইট সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। প্রতিটি ইট ভাটার কমপক্ষে ২০ থেকে ২৫ লাখ টাকা করে প্রায় শত কোটি টাকা কাঁচা ইট আগুন দেয়ার পূর্বে নষ্ট হয়ে গেছে।

তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নের শামীম বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার দুপুরের পর থেকে ভারি বৃষ্টিপাতসহ ঝড়োহাওয়া শুরু হয়। এতে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে পড়ে। অতি বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট সহ ফসলি জমি।

জেলা মৎস্য আবুল কালাম আজাদ জানায়, ঘূর্ণিঝড় মিধিলি’র প্রভাবে তজুমদ্দিন ও মনপুরা উপজেলার মেঘনায় ২টি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে ৬ জেলেকে উদ্ধার করা হলেও বাদশা (৫০) নামের এক জেলে নিখোঁজ রয়েছে। নিখোঁজ বাদশাকে উদ্ধারে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করছে।

ভোলা বিদ্যুৎ বিভাগের (ওজোপাডিকো) নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ বলেন, ঘূর্ণিঝড় মিধিলি’র কারনে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহে বিভ্রাট ঘটেছে। সচল করতে আমরা কাজ করছি।