ভোলায় নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরতে নিষেধ করায় হামলার শিকার স্থানীয়রা
- আপডেট সময় : ০৪:০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪ ১৮ বার পঠিত
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাগারহাট মুন্সিরচরের খেয়া ঘাট নামক স্থানে আলমগীর পাটোয়ারির ছেলে পারভেজ ও তার ভাই ইব্রাহিম মিলে নিয়মিত জাঙ্গালিয়া নদীর বিভিন্ন স্থানে বিষাক্ত কীটনাশক (বিষ) ব্যবহার করে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।
এলাকার সচেতন জনগণ পারভেজ ও ইব্রাহিমকে মাছ ধরতে নিষেধ করায় তারা এলাকাবাসীর উপর ক্ষিপ্ত হয়ে পড়েন। তাই তারা পরিকল্পিত ভাবে গত তিন নভেম্বর রাত্র ৯.৩০মিনিটে সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তির উপর অতর্কিত হামলা করেন। হামলায় সে গুরুতর আহত হন।
আহত সিরাজুল ইসলাম বলেন, এই নদীতে ছোট ছোট জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এছাড়াও এই নদীর পানি ব্যবহার করে এই এলাকার প্রায় ৬-৭ হাজার পরিবার রান্নাবান্না খাবারদাবার গোসল সহ নিত্য প্রয়োজনীয় সকল কাজে ব্যবহার করে। পারভেজ বেশ কিছুদিন ধরে এই নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরেন। তার এই বিষ প্রয়োগের ফলে নদীর ছোট ছোট পোকামাকড় থেকে শুরু করে সকল ধরনের মাছ মরে যায়। এছাড়া ওই বিষ প্রয়োগের ফলে এই পানি ব্যবহার করে এলাকার সাধারণ মানুষ নানা ধরনের সমস্যায় পড়ছে। ইতিমধ্যে এলাকার বেশ কিছু হাঁস মারা গিয়েছে। এই বিষয় নিয়ে আমরা এলাকাবাসী তাদেরকে বিষ প্রয়োগ করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে আমার উপর হামলা করে আমি এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, নদী বা জলাশয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরা মৎস্য আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। কেউ যদি বিষ প্রয়োগ করে মাছ ধরার সময় উপযুক্ত প্রমাণসহ তাকে আটক করতে পারে, তখন যদি আমাদের কে খবর দেওয়া হয় তৎক্ষণিক মৎস্য আইন অনুযায়ী তার বিরুদ্ধে আইনানুপ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযোগের বিষয়ে ইব্রাহিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কিছু করিনি, আমার ভাই পারভেজ বিষ দিয়ে মাছ ধরছে। পারভেজ এই এলাকায় ও মুঠোফোনে না পাওয়ার কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।