ভোলায় কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে, ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
কোস্ট গার্ডে সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট ইলিশা কর্তৃক এম ফজলুল হক (পিও) এর নেতৃত্বে ভোলা জেলার সদর থানাধীন ইলিশা ফেরীঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকায় লক্ষ্মীপুর হতে ইলিশা গামী সী-ট্রাক ভাষা শহীদ সালাম এর স্টাফ কেবিন তল্লাশী করে ৩ কেজি গাঁজাসহ মোঃ বেল্লাল (২৪) নামের এক মাদক ব্যবসায়ী কে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ী বেল্লাল নামের এই ব্যক্তি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের বাসিন্দা মোফাজ্জল এর ছেলে। আটককৃত মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল (২৪) কে জব্দকৃত গাঁজাসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।