ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:৫৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ ৫৭ বার পঠিত
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের ভূঞাপুরে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার( ৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: পপি খাতুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম রেজাউল করিম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ তাইবুল ইসলামের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানাুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষিবিদ মোখলেসুর রহমান।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা এবং জনসচেতনতা বাড়ানোর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে তারুণ্যের শক্তি ও ঐক্যের ওপর জোর দেন।