ভাঙ্গার তুজারপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩ ৭৩ বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে শনিবার(৪ মার্চ) সকাল আটটায় কর্মীসভা অনুষ্ঠিত হয় উচাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি জনাব কাজী জাফরউল্লাহ।
এছাড়া অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি- মোঃ সাইফুর রহমান মিরন, সহ সভাপতি- জনাব মোঃ ফরিদ খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- জনাব মোঃ আকরামুজ্জান রাজা সহ স্থানীয় নেতা কর্মীগন ছাড়া স্থানীয় এলাকাবাসী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
সভায় প্রধান অতিথি, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি কাজী জাফর উল্যাহ বলেছেন, “যদি দীর্ঘমেয়াদী উন্নয়ন চান, যদি সত্যিকার অর্থে সুন্দর ভবিষ্যত গড়তে চান, তাহলে নৌকার বিকল্প নেই। আমরা সবাই মিলে নৌকার পক্ষে থাকি। আগামী নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিয়ে তাকে চতুর্থবারের মতো সফল প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেই।