ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা- বরিশাল মহাসড়কের চুমুরদী বাবলাতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ২০ জন। এদের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।
ভাঙ্গা হাইওয়ে থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,গত রাত ৩ টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদী বাবলাতলা নামক স্থানে বরগুনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমরান ট্রাভেলস এর একটি বাস বেপরোয়া গতিতে চালানোর সময় দুর্ঘটনাস্থলে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার উপর উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই ২ জন নিহত এবং পরে শুক্রবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে আহত ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতদের মধ্যে তাৎক্ষণিক একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি পাবনা জেলার পাঞ্জুরিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে। দুপুরে একজনের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।