বোরহানউদ্দিনে খেলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো ভাইয়ের মৃত্যু
- আপডেট সময় : ১১:২৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ২৪২ বার পঠিত
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহেব (৫) ও ওমর (৪) নামের দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন জুয়েল। তিনি বলেন, পক্ষিয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সোহেব পক্ষিয়া ইউনিয়নের পক্ষিয়া গ্রামের মনজুর রহমান ও ওমর একই এলাকার সবুজের ছেলে। তারা আপন চাচাতো ভাই।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সোহেব ও ওমর। তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। দুপুরে একটি পুকুরে দুজনকে ভাসতে দেখেন স্থানীয় লোকজন। উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।