ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন

বেনিকে বিয়ে করে বেয়াই পলাতক শশুর বাড়ীতে স্ত্রীর দাবীতে বেনির অনশন!

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ১২:১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩ ৫৯৭ বার পঠিত

বেনিকে ফুসঁলিয়ে সম্পর্ক করে বিয়ে করে বেয়াই পলাতক থাকায় স্ত্রীর দাবী ও ন্যায় বিচার পেতে অবশেষে শশুর বাড়ীতে স্ত্রীর দাবীতে অনশন কর্মসূচি পালন করেছে ভোক্তভোগ বেনি। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার দুপুরে জেলার ইসলামপুর উপজেলার পৌর শহরে দক্ষিণ কিসামত জাল্লা।

ঘটনার বিবরণে জানা যায়,জামালপুরের চালাপাড়া গ্রামের রোকসানা আক্তার শীলার সাথে সম্প্রতি ইসলামপুর উপজেলার পৌর শহরের দক্ষিণ কিসামত জাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বতের ছেলের কোর্ট ম্যারিজ হয়। বিয়ের পর স্ত্রীর সাথে প্রতারণা করে সংসার পেতে স্ত্রীর টাকা পয়সা হাতিয়ে নিয়ে ইমন সরকার পালিয়ে বিদেশে গমন করেছে। পরে নিরুপায় হয়ে বিচারের দাবীতে বৃহস্প্রতিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ কিসামতজাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বতের (শশুর) বাড়িতে উঠে অনশন কর্মসূসি পালন করেছে ভোক্তভোগী ওই স্ত্রী।

এসময় ভোক্তভোগী রোকশানা আক্তার শীলা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, অভিযোক্ত স্বামী ইমন সরকার তারা সম্পর্কের বেয়াই-বেনি ছিল। সে একজন নার্স। আগের স্বামীর তার একটি ছেলে সন্তানও রয়েছে। একদিন সে তার বেনির বিয়েতে গেলে পরিচয়ের সূত্র ধরে ইসলামপুর উপজেলার পৌর শহরের দক্ষিণ কিসামত জাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বতের ছেলে বর্তমান ইমন সরকার মোবাইলে ৬/৭মাস উত্যাক্ত করে প্রেম করে এক পর্যায়ে তাদের কোর্ট ম্যারিজ হয়। সব কিছুই জেনে শুনেই ইমন তাকে বিয়ে করেছে। ইমন সরকারও তার পরিবারের লোকজনের অগোচরে তাকে বিভিন্ন উপায়ে বিরক্ত করে বিষপানে হুমকি দিয়ে অবশেষে তাকে কোর্ট ম্যারিজ করে জামালপুর শহরে বসবাস করে আসছিল। বিয়ের ২মাস পর ইমন সরকার তার ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকাই দাবী করলে রোকশানা আক্তার তার স্বামীর কথা ব্যবসার জন্য সুধে ও তার গয়না বন্ধক রেখে ৫লক্ষ টাকা দেন ইমনকে। এর পর ঘটনা জানাজানি হলে কৌশলে ইমনের পরিবারের লোকজন বিয়ের কাগজপত্র দেখার কথা বলে নিয়ে গুম করে। এর পর থেকেই তার স্বামী ইমন সরকারও তার স্ত্রীর সাথে সম্পর্ক নেই বলে জানায় এবং মোবাইলের রোকশানা আক্তার শীলার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে জামালপুর থেকে পালিয়ে বিদেশে গমন করেছে। পরে ভোক্তভোগী শীলা কোন উপায় না পেয়ে তিন মাস অপেক্ষা করে আদালতে আইনের আশ্রয় নিয়েছেন এবং নিরুপায় হয়ে বিচারের দাবীতে

বৃহস্প্রতিবার (২৪আগষ্ট)দুপুরে পৌর শহরের দক্ষিণ কিসামতজাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বত তার (শশুর)বাড়িতে উঠে অনশন কর্মসূচি পালন করে। এই ঘটনা এলাকায় বেশ চাঞ্চলকর সৃষ্টি হয়েছে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতি হয়ে জনপ্রতিনিধিসহ উভয় পরিবারের মাতাব্বররা সঠিক বিচারের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করে জামালপুরে নিজ বাড়ীতে চলে যায় রোকশানা আক্তার শীলা।

ট্যাগস :

বেনিকে বিয়ে করে বেয়াই পলাতক শশুর বাড়ীতে স্ত্রীর দাবীতে বেনির অনশন!

আপডেট সময় : ১২:১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

বেনিকে ফুসঁলিয়ে সম্পর্ক করে বিয়ে করে বেয়াই পলাতক থাকায় স্ত্রীর দাবী ও ন্যায় বিচার পেতে অবশেষে শশুর বাড়ীতে স্ত্রীর দাবীতে অনশন কর্মসূচি পালন করেছে ভোক্তভোগ বেনি। ঘটনাটি ঘটেছে বৃহস্প্রতিবার দুপুরে জেলার ইসলামপুর উপজেলার পৌর শহরে দক্ষিণ কিসামত জাল্লা।

ঘটনার বিবরণে জানা যায়,জামালপুরের চালাপাড়া গ্রামের রোকসানা আক্তার শীলার সাথে সম্প্রতি ইসলামপুর উপজেলার পৌর শহরের দক্ষিণ কিসামত জাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বতের ছেলের কোর্ট ম্যারিজ হয়। বিয়ের পর স্ত্রীর সাথে প্রতারণা করে সংসার পেতে স্ত্রীর টাকা পয়সা হাতিয়ে নিয়ে ইমন সরকার পালিয়ে বিদেশে গমন করেছে। পরে নিরুপায় হয়ে বিচারের দাবীতে বৃহস্প্রতিবার দুপুরে পৌর শহরের দক্ষিণ কিসামতজাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বতের (শশুর) বাড়িতে উঠে অনশন কর্মসূসি পালন করেছে ভোক্তভোগী ওই স্ত্রী।

এসময় ভোক্তভোগী রোকশানা আক্তার শীলা সাংবাদিকদের অভিযোগ করে বলেন, অভিযোক্ত স্বামী ইমন সরকার তারা সম্পর্কের বেয়াই-বেনি ছিল। সে একজন নার্স। আগের স্বামীর তার একটি ছেলে সন্তানও রয়েছে। একদিন সে তার বেনির বিয়েতে গেলে পরিচয়ের সূত্র ধরে ইসলামপুর উপজেলার পৌর শহরের দক্ষিণ কিসামত জাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বতের ছেলে বর্তমান ইমন সরকার মোবাইলে ৬/৭মাস উত্যাক্ত করে প্রেম করে এক পর্যায়ে তাদের কোর্ট ম্যারিজ হয়। সব কিছুই জেনে শুনেই ইমন তাকে বিয়ে করেছে। ইমন সরকারও তার পরিবারের লোকজনের অগোচরে তাকে বিভিন্ন উপায়ে বিরক্ত করে বিষপানে হুমকি দিয়ে অবশেষে তাকে কোর্ট ম্যারিজ করে জামালপুর শহরে বসবাস করে আসছিল। বিয়ের ২মাস পর ইমন সরকার তার ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকাই দাবী করলে রোকশানা আক্তার তার স্বামীর কথা ব্যবসার জন্য সুধে ও তার গয়না বন্ধক রেখে ৫লক্ষ টাকা দেন ইমনকে। এর পর ঘটনা জানাজানি হলে কৌশলে ইমনের পরিবারের লোকজন বিয়ের কাগজপত্র দেখার কথা বলে নিয়ে গুম করে। এর পর থেকেই তার স্বামী ইমন সরকারও তার স্ত্রীর সাথে সম্পর্ক নেই বলে জানায় এবং মোবাইলের রোকশানা আক্তার শীলার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে জামালপুর থেকে পালিয়ে বিদেশে গমন করেছে। পরে ভোক্তভোগী শীলা কোন উপায় না পেয়ে তিন মাস অপেক্ষা করে আদালতে আইনের আশ্রয় নিয়েছেন এবং নিরুপায় হয়ে বিচারের দাবীতে

বৃহস্প্রতিবার (২৪আগষ্ট)দুপুরে পৌর শহরের দক্ষিণ কিসামতজাল্লা গ্রামের জাকিউল ইসলাম তিব্বত তার (শশুর)বাড়িতে উঠে অনশন কর্মসূচি পালন করে। এই ঘটনা এলাকায় বেশ চাঞ্চলকর সৃষ্টি হয়েছে।পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিতি হয়ে জনপ্রতিনিধিসহ উভয় পরিবারের মাতাব্বররা সঠিক বিচারের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করে জামালপুরে নিজ বাড়ীতে চলে যায় রোকশানা আক্তার শীলা।