বিএ/বিএসএস প্রোগ্রাম ২৪ ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন “ডাক দিয়ে যাই” ফেনী জেলা
- আপডেট সময় : ০৫:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৭০ বার পঠিত
শুক্রবার সকাল ১০ টায় ফেনী সরকারি কলেজে, বাউবি ফেনী সরকারি কলেজের সমন্বয়কারী ও ফেনী সরকারি কলেজের সমাজ কল্যান বিভাগের সহযোগি অধ্যাপক জনাব ফরিদ আলম ভূঁইয়া স্যারের পরিচালনায় ও ডাক দিয়ে যাই ফেনী জেলার সভাপতি জনাব এইচ.এম ইব্রাহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ফেনী উপ-আঞ্চলিক কেন্দ্রের সহকারী পরিচালক জনাব আবু সাঈদ স্যার।
এসময় তিনি বলেন, ভালোভাবে শিক্ষা অর্জনের জন্য সঠিক পরিবেশ খুবই দরকার। সেই পরিবেশ তোমাকেই তৈরি করতে হবে। তোমরা হলে আমাদের কে রক্ষা করার অস্ত্র। বর্তমানের সমস্যা দূর করতে সমাজের ভবিষ্যৎ এই ছাত্র সমাজ কে খুবই দরকার। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সোনার বাংলাদেশ গড়বে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , ফেনী উপ-আঞ্চলিক কেন্দ্রের সেকশন অফিসার জনাব আব্দুল মতিন রনি স্যার, সিনিয়র সহ-সভাপতি জনাব ফিরোজ,সহ-সভাপতি জনাব নেজাম উদ্দিন, সাধারন সম্পাদক জনাব ইউসুফ আলী সোহেল,যুগ্ন সাধারণ সম্পাদক জনাব ফয়সাল আহমেদ,অর্থ সম্পাদক জনাব মোজাম্মেল হক,এইচএসসি বিষয়ক সম্পাদক জনাব জাহেদুল ইসলাম, সদস্য জনাব আজিম উদ্দিন, সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন ফরায়েজি,সদস্য জনাব আবির হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ বিশেষ অতিথি ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে, শিক্ষকদের বক্তব্যের মাধ্যমে শেষ হয় শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান।