সংবাদ শিরোনাম ::
বাজারে উঠেছে কাঁচামিঠা কাটিমন আম, দাম চড়া
মোঃ ওয়াজ কুরনী-দিনাজপুর:
- আপডেট সময় : ০৬:২৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ৫১ বার পঠিত
দিনাজপুরের হিলি বাজারে উঠেছে বারোমাসি কাটিমন আম। ক্রেতাদের মধ্যে কাঁচামিঠা এই আমের চাহিদা রয়েছে। তাই চড়া দাম হলেও কাটিমন কিনছেন অনেকে।
শুক্রবার (৪অক্টোবর) হিলি বাজার ঘুরে দেখা যায়, আব্দুল মান্নান নামে এক দোকানদার বারোমাসি কাটিমন আম সাজিয়ে রেখেছেন। অনেক ক্রেতাই আম কেনার জন্য তার দোকানে ভিড় করছেন।
আব্দুল মান্নান জানান, বিরামপুর উপজেলার আইড়া মোড়ের এক বাগান থেকে কাটিমন আম সংগ্রহ করেছেন তিনি। ওই বাগানে সারাবছর এই আম ধরে। প্রতি কেজি কাটিমন ২২০ দরে বিক্রি করছেন তিনি।
ফল কিনতে আসা মোয়াজ্জেম হোসেন বলেন, বাজারে আসার পর কাটিমন আম চোখে পড়ে। বারোমাসি জাতের এই আমটি কাঁচা খেতেও মিষ্টি লাগে। তাই পরিবারের জন্য এক কেজি নিয়েছি।
আরিফুল ইসলাম বলেন, খেতে সুস্বাদু হলেও কাটিমনের দাম একটু বেশি মনে হচ্ছে। আর একটু কম হলে সবাই এই আমের স্বাদ নিতে পারতো।