বাগেরহাট শহরে রেলরোডে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
- আপডেট সময় : ০৪:২৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ১৫০ বার পঠিত
সৈকত মন্ডল, বাগেরহাট:
বাগেরহাট শহরের রেল রোডে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে।
৯০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে চোরের দল। দোকানের পিছনে একটি প্রিন্টিং প্রেসের দরজার তালা ভেঙে সেখানে প্রবেশ করে ওয়াল কেটে চোরেরা স্বর্ণের দোকানে প্রবেশ করে বলে জানা গেছে।
শনিবার (২৬ আগস্ট) রাতে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। প্রনব জুয়েলার্স নামের ওই দোকানটি দীর্ঘদিন যাবত সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছে। বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রনব জুয়েলার্সের মালিক প্রবীর কুমার সরকার জানান, বৃহস্পতিবার আনুমানিক রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে দোকান বন্ধ করে বাড়িতে গেছেন তিনি। তার দোকানে কোন কর্মচারী নেই, নিজেই ব্যবসাটি দেখভাল করেন। শনিবার ভোর পাঁচটার দিকে পাশের দোকানদারের মাধ্যমে খবর পান যে, তার দোকান চুরি হয়েছে। ছুটে এসে দেখেন দোকানের পিছন থেকে ওয়াল কেটে ভিতরে প্রবেশ করে ৯০ ভরি স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে চোরের দল। তারা ভিতরে তছনছ করেছে। কয়েকটি সিসি ক্যামেরাও ভাঙচুর করেছে তারা।
ঘটনার বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান,জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলে রয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।