বাগেরহাট জেলা শহরের ময়লা পরিষ্কার-পরিচ্ছন্ন করেছে জেলা ছাত্রদল
- আপডেট সময় : ০১:৫৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৬৬ বার পঠিত
বাগেরহাট জেলা শহরের জমে থাকা ময়লা পরিস্কার-পরিচ্ছন্ন করেছে বাগেরহাট জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে বাগেরহাট শহরের সাধনার মোরসহ বিভিন্ন জায়গায় জমে থাকা ময়লা অপসারণ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচির উদ্যোগ নেওয়া জেলা ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, ময়লা থাকার কারণে শহরের পরিবেশ নষ্ট হচ্ছিলো। আমাদের সবার পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা প্রত্যাশা থাকে। তাই আমরা এই কর্মসূচি পালন করেছি। পরিচ্ছন্ন শহর আমাদের সুস্থ মানসিকতা গড়তে ও পড়াশোনার পরিবেশ সুন্দর করতে সাহায্য করবে। পরিস্কার-পরিচ্ছন্নতা একটা সুস্থ সমাজের জন্য একান্ত অপরিহার্য।
আমাদের দেশ, আমাদের শহর, আমাদের শিক্ষাঙ্গন আমাদের সকলের। এগুলো সাজিয়ে গুছিয়ে রাখার দায়িত্বও আমাদের।
ছাত্রদল দেশ ও জনতার যে কোন প্রয়োজনে সবসময় পাশে ছিল, আছে আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, জসিম মিনা, তাজ আহমেদ, রোহিত হালদার, ইমন শেখ, আদনান ফাহিম, রবিউল মুন্সি, সজিব শেখ, লিমন আল সাদ, সাকিব শেখ, প্রমূখ।