বাগেরহাটে বসত ঘর-বাড়ী লুটপাট ও দখলের চেষ্টা
- আপডেট সময় : ০৬:১৬:০৫ অপরাহ্ন, শনিবার, ৩ ফেব্রুয়ারী ২০২৪ ১২৫ বার পঠিত
বাগেরহাটে মিথ্য মামলায় জড়িয়ে বাড়ী ছাড়া করে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে শারীরিক প্রতিবন্দী মজিবর রহমান মোল্লার বসৎ ঘর-বাড়ী লুটপাট ও জায়গা দথলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
আহতকে মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। উক্ত ৭১ সালের তান্ডপকেও হার মানায় বলছে প্রতক্ষদশীরা।
শনিবার(৩ জানুয়ারী)সকালে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী গ্রামের মজিবর রহমান মোল্লার বাড়ীতে এ ঘটনা ঘটে।৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পুটিখালী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নিরব মোল্লা নেতৃত্বে ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বসৎ ঘর-বাড়ী লুটপাট ও জায়গা দথলের তান্ডপ চালায়।
বসৎ ঘর-বাড়ী লুটপাট ও জায়গা দথলের সময় শারীরিক প্রতিবন্দী মজিবর রহমান মোল্লার জামাতা মাসুদ শেখ বাধা দিতে আসলে সন্তাসীরা তার উপর হামলা চালায়।সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন।গুরুতর আহত অবস্থায় তিনি মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় প্রতক্ষদশীরা বলেছে,মজিবর রহমান মোল্লার সাথে প্রতিবেশী এছমাইল মোল্লার সাথে দীর্ঘ কয়েক বছর ধরে বাড়ীর জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।এ ঘটনা নিয়ে আদালতেও মামলা চলছে।কয়েক দিন আগে মজিবর রহমান মোল্লার পরিবারের সবার নামে এছমাইল মোল্লা ছেলে একটি মিথ্যা মামলা দেয়। এই মামলার ভয়ে বাড়ীর সবাই পলাতক অবস্থায় আছে। এ সুযোগে নিরব মোল্লা ও এছমাইল মোল্লার দুই ছেলে আলমগীর ও ডালিম মোল্লা সহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্রস্বস্র নিয়া বাড়ি-ঘর লুটপাটসহ বাড়ীর জায়গা দখলের চেষ্টা চালায়।পুলিশ আসার খবর পেয়েই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
প্রতিবেশী বকুল বেগম বলেন,এছমাইল মোল্লার ছেলে আলমগীর,ডালিম মোল্লা লোকজন নিয়ে বেড়া ঘর ভেঙ্গে ফেলে আর নিরব মোল্রা ঘরের জিনিসপত্র ভাংচুর করে মালামালা নিয়ে যায়।
প্রতিবেশী আনছার মোল্লা ও ইউনুছ আলী বলেন,এছমাইল মোল্লার ছেলে আলমগীর,ডালিম মোল্লা তাদের অন্যতম সহযোগী নিরব মোল্লাসহ ৫০/৬০ জন লোকজন নিয়া এই তান্ডপ চালায়।কেউ বেড়া ভাঙ্গে,কেউ ঘরের মালামাল ভাঙ্গচুর ও লুটপাট করে। এমন ঘটনা ৭১ সালের তান্ডপকেও হার মানায়।পুলিশ আসার খবর পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
শারীরিক প্রতিবন্দী মজিবর রহমান মোল্লার স্ত্রী সনিয়া আক্তার লুচি বলেন,আমাদের বাড়ীর জাযগা নিয়ে প্রতিবেশী এছমাইল মোল্লার সাথে দীর্ঘদিন বিবাদ চলে আসছে। এ ঘটনায় আদালতে মামলাও রয়েছে।গত দুই দিন আগে গ্রাম পুলিশ শামিমের মাধ্যমে খবর পাই আমার পরিবারের সবাইকে আসামী করে এছমাইল মোল্লার স্ত্রী অথবা ছেলে যে কেউ একটা মিথ্যা মামলা করেছে।পুলিশের ভয়ে আমার প্রতিবন্দী স্বামীকে বাড়িতে রেখে আমরা অন্যন্ত্র আস্রয় নেই। আমরা বাড়ীতে না থাকার সুযোগে,এ সুযোগে নিরব মোল্লা ও এছমাইল মোল্লার দুই ছেলে আলমগীর ও ডালিম মোল্লা সহ ৫০/৬০ জনের একটি সন্ত্রাসী বাহিনী অস্রস্বস্র নিয়া বাড়ি-ঘর লুটপাটসহ বাড়ীর জায়গা দখলের চেষ্টা চালায়।
ঘটনার সত্যেতা স্বীকার করে ঘটনাস্থল থেকে এস আই মিজান বলেন, ৯৯৯ খবর পেয়ে সঙ্গিয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে আসি।ঘটনাস্থলে এসে দেখি বিরোদী পক্ষ এখানে তারা জবর দখল করে বেড়া দিয়েছে এবং ঘরে ভাংচুর চালিয়েছে।পুলিশের আসার খবর পেয়ে বিরোধী পক্ষরা পালিয়ে গিয়েছে।ভুক্তভোগিরা এজাহার দিলে আমরা পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহন করবো।