বাগেরহাটের রামপালে মাদকসহ গ্রেফতার ১
- আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৩৪১ বার পঠিত
সৈকত মন্ডল, বাগেরহাট:
বাগেরহাটের রামপাল থানার অভিযানে গাঁজা সহ সালাউদ্দিন হাওলাদার (২৬) কে গ্রেফতার করেছে রামপাল থানা পুলিশ।
আটককৃত সালাউদ্দিন হাওলাদার উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা এলাকার মোস্তফা হাওলাদারের পুত্র।
রামপাল থানা সূত্রে জানা যায়, সোমবার (২১ আগষ্ট) আনুমানিক রাত ৯ টায় উপজেলার জিয়ালমারী এলাকার সুমনের চায়ের দোকানের সামনে মাদক কেনাবেচা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার এসআই আজগর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে সালাউদ্দিন হাওলাদার কে আটক করে।
এসময় তার শরীর তল্লাশি করে ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবিষয়ে রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলা নং ২০।রামপাল থানার ওসি এস.এম. আশরাফুল আলম সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার মাদক সহ একজন কে গ্রেফতার করা হয়। মঙ্গলবার আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলে তিনি হুশিয়ারি দেন ।