বাগেরহাটের ডেমায় চোর সন্দেহে বাপ ছেলেকে আটকিয়ে রাখার অভিযোগ
- আপডেট সময় : ১১:৫৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ৬৫ বার পঠিত
বাগেরহাটের ডেমায় চোর সন্দেহে বাপ ছেলেকে আটকিয়ে রাখার অভিযোগ উঠেছে। বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া এলাকায় এঘটনা ঘটেছে।
জানাযায়, শনিবার ডেমা ইউনিয়নের কালিয়া এলাকার আঃ কাদের ফকিরের ছেলে হুশিয়ার এর বাড়ি চুরি হয়। এঘটনায় এলাকার রব (৬০) নামে এক বৃদ্বকে সোমবার বেলা ১১ টায় ধরেনিয়ে হুশিয়ারের বাড়িতে আটকিয়ে রাখে। রাতে তার ছেলে ইজিবাইক চালক রিপনকে ও ধরে নিয়ে নিয়ে আটকিয়ে রাখে।
আটক রিপনের স্ত্রী শাহিনা বেগম মুঠোফোনে জানান, আমার শ্বশুর আঃ রব কে বেলা ১১ টায় আঃ কাদের ফকিরের ছেলে হুশিয়ার ও দেলোয়ার ধরে নিয়ে যায়। পরে রাত ৯টায় আমার স্বামী ইজিবাইক চালক রিপন কেও ধরে নিয়ে আটকিয়ে রেখেছে আমি ৯৯৯ এ ফোন দিযেছি তারা ও আমার স্বামী ও শ্বশুরকে উদ্ধারের কোন ব্যাবস্থা করেনি।
এবিষয়ে ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি মল্লিক সোমবার রাত ১১টা ১২ মিনিটে জানান এবিষয়ে তিনি কিছুই জানেনা না। তবে ডেমা ইউনিয়নের ১ নং ওয়াডের ইউপি সদস্য জিল্লু রাত ১১টা ২৮ মিনিটে মোবাইলে জানান, দুই দিন আগে হুশিয়ারের বাড়ী থেকে ২০ ভরি গহনা ও নগদ ১৮ লাখ ১৫ হাজার টাকা চুরি হয়েছে। রব এই চুরির সাথে সম্পৃক্ত থাকায় রব কে সন্দেহ করে সোমবার বেলা ১১ টায় হুমিয়ারের বাড়ীতে ধরে আনা হয় আর তার ছেলেকে রাতে আনা হয়। ইউপি সদস্যে আরো বলেন, বাগেরহাট সদর থানায় বিষয়টি জানিয়েছি মঙ্গলবার তাদের থানায় দেয়া হবে। ১২ ঘন্টা একজন কে কি করে আটকিয়ে রাখলেন এ প্রশ্নের জবাবে ইউপি সদস্য বলেন থানা থেকে বলেছে কাল (মঙ্গলবার) থানায় নিয়ে আসেন।
ডেমা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত এস আই সোহাগ হোসেন কিছুই বলতে চাইনি তবে বাগেরহাট সদর থানায় খোজনিতে বলেছেন। রাত ১১ টা ২০ মিনিটে বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইদুর রহমান কাছে বিষয় টি জানতে চাইলে তিনি এবিষয় কিছুই জানেন না এই প্রথম এমন খবর শুনলেন বলে জানান ।
এদিকে রিপনের স্ত্রী শাহিনা মঙ্গলবার সকাল ১০ টায় জানান, আমার স্বামীকে ওরা কালিয়া বাজারে নিয়েগেছে এখন ও পর্যন্ত তাদের ছাড়েনাই তিনি আরো বলেন আমার শ্বশুর ও স্বামী কে থানায় না দিয়ে হুশিয়ার ও দেলোয়ার অন্যায় ভাবে দিন রাত আটকিয়ে রাখার কারন কি তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।