বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে”– শেরপুরের পুলিশ সুপার
- আপডেট সময় : ১১:৩৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬২ বার পঠিত
“বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে” এ স্লোগানকে সামনে রেখে শেরপুর সদর থানার আয়োজনে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দুপুরে সদর থানার কমপ্লেক্সে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম সেবা ওপেন হাউজ ডে অনুষ্ঠানে উপস্থিত সকলের সমস্যার কথা শোনেন।
পরে তিনি বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ থাকবে জনগণের পাশে। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় আপনাদের পাশে থেকে কাজ করছে।
তিনি আরো বলেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকলো দুষ্টু ব্যক্তি যে বা যারা হবেন তার নাম পরিচয় কোন কিছুই দেখা হবে না তিনি সরাসরি আইনের আওতায় আসবেন। তার অপকর্ম আমাদের ব্যবস্থা নেয়ার সুযোগ থাকা সত্ত্বেও ব্যবস্থা না নিয়ে আমরা থাকবো না। আমরা কোন অপরাধীকে তার ব্যক্তিগত লাভ বা ব্যক্তিগত উদ্দেশ্য চরিতার্থ করতে দিবো না। আইন সবার জন্য সমান,আইনের উর্ধ্বে কেউ নয়। সবাই নিজের সম্পর্কে,নিজের আচরণ সম্পর্কে, নিজের কর্মকাণ্ড সম্পর্কে একই সাথে সচেতন থাকবেন পাশের লোকজন সম্পর্কেও। আপনারা যারা বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন দায়িত্বে আছেন আপনাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে।
এছাড়াও তিনি গ্রাম-পুলিশদের উদ্দেশ্যে বলেন, সাধারণ মানুষের সাথে যোগাযোগের মাধ্যম থেকে আমাদের সহযোগিতা করতে হবে। কারো যদি কোন অপরাধ থাকে আপনাদের অভিযোগ জানানোর সুযোগ আছে এবং আমারও সেটা ব্যবস্থা নেওয়ার সুযোগ কাজে লাগাবো।
তিনি আরো বলেন, আমি আশা করছি আপনারা সবাই হাতে হাত মিলিয়ে সবাই আইনি কার্যক্রমে বৈধ সহায়তা দিয়ে আমাদেরকে সাহায্য করুন সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আমরা কি করতে পারলাম কি করতে পারলাম না সে বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে জানানো হবে।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ খোরশেদ আলম, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, কামারেরচর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, ভাতশালা ইউপি চেয়ারম্যান নাজমুন নাহার, চরমোচারিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম সাব্বির আহম্মেদ, লছমনপুর ইউপি চেয়ারম্যান আঃ হাই, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল হাসান, খোরশেদ আলম, দুলাল হোসেন, শেরপুর জেলা কাজী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবুজর মো. আলামিন, মো. আনোয়ার হোসেন, আবু সাঈদ, মোবারক হোসেন প্রমুখ।
এসময় বক্তারা মাদক, জুয়া, বাল্যবিবাহ, নারী নির্যাতন, বিভিন্ন হয়রানিমূলক মামলা থেকে প্রতিকার এবং মামলা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনী প্রয়োগ করার আহ্বান জানান। এছাড়াও মাদক কারণেই সকল অপরাধের জন্ম এবং বিভিন্ন গ্রামে গভীর রাত পর্যন্ত দোকানপাট খোলা না থাকে সেদিকে পুলিশ সুপারের নজর দেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মী, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গ্রাম-পুলিশ সদস্যসহ সদর থানার পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।