ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

বগুড়ায় ১৬৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

তহমিদুর রহমান - বগুড়া :
  • আপডেট সময় : ০৭:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ১৩৭ বার পঠিত

বগুড়ায় ১৬৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সবুজ শ্যামল প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি (টিএন্ডআইএম) ওয়াই এম বেলালুর রহমান।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের কথা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জীবন-সম্পদ রক্ষায় অহর্নিশ পরিশ্রম করছে। সময়োপযোগী আধুনিক পুলিশ গড়ে তোলার প্রত্যয়ে প্রায় ৪০ বছর পর কনস্টেবল নিয়োগে পরিবর্তন আনা হয়েছে। যা ছিল এক দুঃসাহসিক যাত্রা। ইতোমধ্যে নতুন প্রবর্তিত নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পুলিশে এক নবযাত্রা সূচিত হয়েছে, রচিত হয়েছে এক নতুন ইতিহাস।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখাতে হবে। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে।

এসময় কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যা ব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মারুফ হোসেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। আরও উপস্থিত ছিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ায় কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একাডেমিক ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোঃ ইসমাইল হোসেন সাগর। পিটি এন্ড প্যারেডে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোঃ সাইফুর রহমান আসাদ। শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক এবং সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি। এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমেই শেষ হয় ১৬৬তম টিআরসি ব্যাচের ৬ (ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণ।

ট্যাগস :

বগুড়ায় ১৬৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩২:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

বগুড়ায় ১৬৬তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সবুজ শ্যামল প্যারেড গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন করেন অতিরিক্ত আইজিপি (টিএন্ডআইএম) ওয়াই এম বেলালুর রহমান।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল শহীদদের কথা স্মরণ করে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জীবন-সম্পদ রক্ষায় অহর্নিশ পরিশ্রম করছে। সময়োপযোগী আধুনিক পুলিশ গড়ে তোলার প্রত্যয়ে প্রায় ৪০ বছর পর কনস্টেবল নিয়োগে পরিবর্তন আনা হয়েছে। যা ছিল এক দুঃসাহসিক যাত্রা। ইতোমধ্যে নতুন প্রবর্তিত নিয়োগ পদ্ধতিতে স্বচ্ছতার সাথে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মাধ্যমে পুলিশে এক নবযাত্রা সূচিত হয়েছে, রচিত হয়েছে এক নতুন ইতিহাস।

অতিরিক্ত আইজিপি আরও বলেন, আইন ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব-কর্তব্য পালনে নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্ব বজায় রাখাতে হবে। এর মাধ্যমে দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পালন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে হবে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে হবে।

এসময় কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ার অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোঃ আব্দুর রাজ্জাক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যা ব-১২ সিরাজগঞ্জের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মারুফ হোসেন, বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। আরও উপস্থিত ছিলেন ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বগুড়ায় কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিটে কর্মরত উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে একাডেমিক ও সকল বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোঃ ইসমাইল হোসেন সাগর। পিটি এন্ড প্যারেডে শ্রেষ্ঠত্ব অর্জন করেন মোঃ সাইফুর রহমান আসাদ। শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পদক এবং সার্টিফিকেট বিতরণ করেন প্রধান অতিথি। এই কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমেই শেষ হয় ১৬৬তম টিআরসি ব্যাচের ৬ (ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণ।