বগুড়ায় ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার
- আপডেট সময় : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৮৭ বার পঠিত
বগুড়ায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির পৃথক মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন,বগুড়া সদর উপজেলার আটাপাড়া মধ্যপাড়া এলাকার মৃত ফরিদ উদ্দীন প্রাঃ এর ছেলে বাপ্পি প্রাঃ (৪১) এবং একই উপজেলার ফুলবাড়ী দক্ষিণ পাড়া এলাকার মৃত টুকু প্রাঃ এর ছেলে মামুনুর রসিদ ওরফে গিট্টু মামুন (৪৩)।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বগুড়া সদর উপজেলার আটাপাড়া ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ২০০( দুই’শ) গ্রাম গাঁজাসহ বাপ্পি প্রাঃ(৪১) কে গ্রেফতার করা হয়।
এরপর মঙ্গলবার (১২ সেপ্টেম্বর)বেলা পৌণে ১২টার দিকে বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০( এক’শ) পিস ইয়াবাসহ মামুনুর রসিদ ওরফে গিট্টু মামুন( ৪৩) কে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বগুড়ার ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কওে আদালতে পাঠানো হয়েছে।