বগুড়ায় আলোচিত ছাত্রলীগ নেতা সজল ঘোষ গ্রেফতার
- আপডেট সময় : ০৫:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত
বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি(আইএইচটি) শিক্ষার্থীদের নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল কুমার ঘোষকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে শেরপুর উপজেলার ছোনকা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি,বগুড়া সদর উপজেলার রহমান নগর এলাকার মৃত সুমেন ঘোষের ছেলে সজল কুমার ঘোষ (২৮) এবং বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে,গত ২৯ আগস্ট বিকাল থেকে বগুড়া জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল ঘোষের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তুলে বিক্ষোভ চালিয়ে যায় শিক্ষার্থীরা।
দীর্ঘ এক যুগ ধরে বগুড়া ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর ছাত্রাবাসে থাকেন ছাত্রলীগ নেতা সজল ঘোষ। ছাত্র না হয়েও সেখানে থেকে শিক্ষার্থীদের মারধর,হলে সিট বাণিজ্য, মাদক সেবন, মেয়ে নিয়ে ফুর্তি এবং পরীক্ষায় পাশ করিয়ে দেয়ার কথা বলে মোটা অংকের টাকা আদায়সহ নানা ধরণের অপকর্ম করে আসছিল সে।
এ ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইএইচটি’র অধ্যক্ষ আমায়াত-উল-হাসিনকে বাগেরহাট ম্যাটসের সিনিয়র লেকচারার হিসেবে বদলি করা হয়।