ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ০৪:৫১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ১২৩ বার পঠিত
ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য একে আজাদের পক্ষে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সী’র
সভাপতিত্বে আজ শনিবার বেলা সাড়ে বারোটায়
স্থানীয় মাচচর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে বিভিন্ন শ্রেনী পেশার ছিন্নমূল গরীব অসহায় মানুষের মধ্যে এ শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শওকত আলী জাহিদ, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু, কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন, হা-মীম গ্রুপের চেয়ারম্যান মোতালেব হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভায় বক্তারা বলেন যে, ফরিদপুর সদর উপজেলার মানুষ এত দিন সন্ত্রাসের কাছে অসহায় ছিল। নানা প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আপনারা বিপুল ভোটে একে আজাদকে জয়ী করেছেন। এ বিজয় আপনাদের সকলের।‘
নির্বাচনে আমাদের বিজয়ের পরই ফরিদপুর শহরে শান্তির বার্তা বইছে। চাঁদাবাজ, ছিনতাইকারীরা ঘরে ফিরে গেছে। পর্যায়ক্রমে সকল অনিয়ম, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতায় সাঁড়াশি অভিযান চালানো হবে।