ফরিদপুর জেলা জামায়াত ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ৮৪ বার পঠিত
সারাদেশে রাজপথ,নৌ পথ, রেলপথ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখা।
এর অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল আটটায়
ফরিদপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের ঢাকা- বরিশাল মহাসড়কের মামুদপুর গ্রাসরুট কলেজের সামনে বিক্ষোভ মিছিল করে তারা।
এ সময় বাংলাদেশ জামাতে ইসলামী ফরিদপুর জেলা শাখার সেক্রেটারী আব্দুল ওহাবের নেতৃত্বে দেশব্যাপী বিএনপি’র ডাকা অবরোধ সমর্থন ও বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের মুক্তি দাবিতে এ বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান প্রদক্ষিন শুরু করে।
উক্ত সময়ে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আবু হারিচ মোল্লা ,প্রশিক্ষন সম্পাদক আবু ইউনুস, অফিস সম্পাদক অধ্যাপক মিজান,সদস্য সিদ্দিক মাষ্টার উপস্থিত ছিলেন।
এ সময় তারা অবরোধের সমর্থনে বিভিন্ন রকম স্লোগান দেন এবং ডা. শফিকুর রহমান সহ আলেম ওলামাদের মুক্তির দাবি করেন ।