ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৮:২৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪ ১৪৬ বার পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা মঙ্গলবার বিকেলে শহরের আলিপুর হাসিবুল হাসান লাভলু সড়কের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে উক্ত সভায় ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানকে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা উপলক্ষে অনুষ্ঠিতব্য সংবর্ধনা অনুষ্ঠান সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল,সহ সভাপতি মাইনুদ্দিন মানু, সহ সভাপতি কে এম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক অমিতাভ বোস,দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার,জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক বিষয়াদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়া ফরিদপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আব্দুর রহমানকে প্রাণী ও মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী করা উপলক্ষে আগামী ২০ জানুয়ারি বিকেল ৩ টায় ফরিদপুর শহরের হাসিবুল হাসান লাভলু সড়কে সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।