ফরিদপুর জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহের যৌথ সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৩:০১:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ ৬২ বার পঠিত
ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে এক যৌথ সভা আজ বেলা ১১ টায় শহরের হাসিবুল হাসান লাভলু সড়কের নবনির্মিত আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত হয়।
আগামী ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে য়োগদান উপলক্ষে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন -বিএনপি – জামায়াত চক্র আন্দোলনে ব্যর্থ হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। তাদের আন্দোলন কখনো সফল হবে না। বিএনপি আবারো অগ্নি সন্ত্রাসের চেষ্টা করছে।আওয়ামী লীগকে হুমকি ধামকি দিয়ে লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পূর্বের যে কোন সময়ের চেয়ে সুসংগঠিত ও শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বিধায় এখন থেকেই নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করার জন্য উপস্থিত নেতৃবৃন্দকে আহবান জানান। এছাড়া আগামী ০২ সেপ্টেম্বর সকাল আটটায় শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সম্মুখ হতে শতাধিক বাস যোগে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনী অনুষ্ঠানে য়োগদানের সিদ্ধান্ত গৃহীত হয়।