ফরিদপুরে ডিগ্রীর চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক।
সোমবার সকাল ১১ টায় ফরিদপুর সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক খালিদ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।
অবৈধ উপায়ে এক কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৪ এর ২৬(২)ও ২৭(১) ধারায় এই মামলাটি রুজু করেন। এ ব্যাপারে সমন্বিত জেলা কার্যালয়ের উপ পরিচালক রেজাউল করিম মামলার সত্যতা স্বীকার করে বলেন উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টুর স্থাবর অস্থাবর এক কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭২ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক উক্ত মামলাটি দায়ের করে।