ফরিদপুরে মহিলা আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৫৩ বার পঠিত
ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়ার উদ্যোগে১৮ নং ওয়ার্ডের চরটেপাখোলা উচ্চ বিদ্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগের বিগত ১৪ বছরের শীর্ষক উন্নয়ন সম্পর্কিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়৷
এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি বিলকিস বানু, জেসমিন ফেরদৌসী, সুপ্রিয় দত্ত, সাংগঠনিক সম্পাদক লাবনী, প্রচার সম্পাদক গুলশানারা খানম, দপ্তর সম্পাদক মাহাবুবা তামান্না চুমকি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফারহা দিবা। এ সময় সংগঠনের অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ৷ আলোচনা সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নতি করছে। দেশের মানুষ তাদের ভাগ্য পরিবর্তন করছে। বর্তমান সরকার নারীদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, নারীদের চাকুরীর ক্ষেত্রে বিশেষ সহায়তা প্রদান সহ নানান সুবিধা প্রদান করেছে৷ বর্তমানে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশী থাকায় আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় পুনরায় ভোট দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগকে নির্বাচিত করবো। এ লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান করেন।