ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় দশ দিনব্যাপী তৃণমূল পর্যায়ে ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রশাসনিক অনূর্ধ্ব ১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ২০২২ ২৩ এর হ্যান্ডবল প্রশিক্ষণ ক্যাম্প বুধবার বিকেলে শেখ জামাল স্টেডিয়ামে সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি থেকে প্রশিক্ষণার্থিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হ্যান্ডবল প্রশিক্ষক কামরুল ইসলাম কিরণ, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চুন্নু, অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান ফরিদ।
এক সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা এই ধরনের প্রশিক্ষণ ক্যাম্প থেকে ভবিষ্যতে আরো ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ছেলে ও মেয়ে উভয় বিভাগে ১৬ জন করে প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ গ্রহণ করে। পরে তাদের সনদপত্র প্রদান করা হয় এছাড়া সদ্য সমাপ্ত জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়া আটটি দলকে ক্রেস্ট ও প্রাইজ মানি প্রদান করা হয়।
এছাড়া একজন প্রতিবন্ধী ক্রিকেটার শিপন কুমার কে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ক্রেস্ট ও প্রাইজ মানি তুলে দেয়া হয় ।
এ সময় জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।