বিদ্যুৎ, গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে গণঅধিকার পরিষদের মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে বিদ্যুৎ,গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ বিকেল চারটা পনের মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সংগঠনের আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ এর সভাপতিত্বে এক মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলার সদস্যসচিব বাচ্চু শেখ,জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সোহাগ মিয়া,সাধারন সম্পাদক মিন্টু হোসেন সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ,জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জনাব মোঃ হারুন মিয়া, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক জুয়েল ভাণ্ডারী, সদস্য সচিব আবির হোসন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান। তারা বর্তমান সরকারের সমালোচনা করে বলেন - এই স্বৈরাচারী সরকার দেশের সাধারণ মানুষের কথা চিন্তা না করে অবিবেচনা প্রসূত ভাবে বিদ্যুৎ, গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষের আজ নাভিশ্বাস ওঠে গেছে। অচিরেই বিদ্যুৎ, গ্যাস,জ্বালানি তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম না কমালে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন।