ফরিদপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৩১ বার পঠিত
সারাদেশ বিএনপি জামাতের আহবানে ৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিনে ফরিদপুরে মাঠে ছিল আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার বিএনপি জামাতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে ফরিদপুর শহরের আলিপুরে অবস্থিত হাসিবুল হাসান লাভলু সড়কে আওয়ামী লীগ কার্যালয়ে সকাল থেকেই নেতৃবৃন্দ উপস্থিত হন। তারা বিএনপি জামাতের নাশকতা, মিথ্যাচার গুজব, জ্বালাপোড়াও এর বিরুদ্ধে শান্তি সমাবেশ করেন। এ সময় , শহর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় তারা বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে বিভিন্ন রকম স্লোগান দেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন সারাদেশে বিএনপি-জামাত চক্র অবরোধের নামে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেখানে এগিয়ে চলছে সেখানে হরতাল অবরোধ আহ্বান করে দেশের উন্নয়নকে
বাধাগ্রস্থ করার চেষ্টা করছে। তারই প্রতিবাদে আমরা মাঠে রয়েছি। ফরিদপুরে বিএনপি জামাতের কোন নাশকতা সহ্য করা হবে না বলেও নেতৃবৃন্দ জানান।