সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক বৃদ্ধের লাশ উদ্ধার
মানিক কুমার দাস - ফরিদপুর :
- আপডেট সময় : ০৩:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪ ১০৫ বার পঠিত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিকর পাড়া গ্রামের ০৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুর রহমান বেপারী,(৬৫) পিতা: মৃত ইউনুস বেপারী, নামে এক ব্যক্তির গলাকাটা লাশ ভাঙ্গা থানা পুলিশ।
শনিবার সকাল ৯ টায় তার লাশ উদ্ধার করা হয় ।
জানা গেছে গতকাল শুক্রবার সন্ধ্যার পর থেকে হাবিবুর রহমান কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরবর্তীতে এলাকার মসজিদে মাইকিং করা হলেও তাকে খুঁজে পাওয়া যায় নাই। আজ সকাল ৯ টায় ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের বাইল্লাহাটি কারিগর পাড়া গ্রামের মহিউদ্দিন বেপারীর কলোই ক্ষেতের মধ্যে হাবিবুর রহমান বেপারী লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেন।
ঘটনাস্থলে ভাঙ্গা থানা সার্কেল এবং ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট কার্যক্রম চলমান রয়েছে।