পিতার পুকুরের পানিতে ভাসছিলো শিশু পুত্রের মরদেহ মৃত্যু
- আপডেট সময় : ১১:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত
শেরপুরের শ্রীবরদীতে পিতার পুকুরের পানিতে ভাসছিলো শিশুর পুত্রের মরদেহ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর)উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা বিলভরট গ্রামে ঐ ঘটনা ঘটে।
নিহত সাহাবীর সাজ্জাদ (১৫ মাস)ওই গ্রামের জহিরুল মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে খেলার এক ফাঁকে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় শিশু সাহাবীর সাজ্জাদ। খোঁজাখুজির এক পর্যায়ে দুপুরে শিশুর পিতা জহিরুলের পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজন ও স্থানীয়রা। পরে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বিনা ময়নাতদন্তে মরদেহ দাফন করার জন্য শ্রীবরদী থানায় আবেদন করা হয়েছে।
শ্রীবরদী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকীবলেন, নিহতের পরিবারের পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য আবেদন করা হয়েছে। এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।