ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপাচার্য নিয়োগের দাবিতে ইবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট সংস্কার সাতক্ষীরা উপকূলে বিশ্ব জলবায়ু ধর্মঘট কর্মসূচী পালিত বালিয়াকান্দিতে এ্যাসেডের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালিত ভোলা প্রেসক্লাবে গনমাধ্যম কর্মীদের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মত বিনিময়  আত্রাইয়ে মহিলাদের আত্মকর্মসংস্থানে ক্ষুদ্র ঋণ বিতরণ নাগেশ্বরী উপজেলা বেসরকারি শিক্ষক কর্মচারী সমন্বয় পরিষদের কমিটি গঠন পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম

পাইকগাছার কপিলমুনিতে বিপ্লব সাধুর বিরুদ্ধে মানহানির চেষ্টার প্রতিকারে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা(খুলনা):
  • আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

“খুলনার পাইকগাছার কপিলমুনিতে নিজ খরিদা জমির আম গাছের ডাল কাটায় সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও একই ঘটনার ভিন্ন বর্ণনায় আদালতে দায়ের করা মিথ্যা মামলায় স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সাধুকে হয়রাণীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেখানকার অন্যতম ব্যবসায়ী সংগঠন বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংগঠনের ব্যানারে বিপ্লব সাধুর পক্ষে স্থানীয় কপিলমুনি ধান্যচত্ত্বরে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের কোষাধ্যক্ষ প্রভাষক তাপস কুমার সাধু।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কপিলমুনির নির্মাণ বিপণীর স্বত্তাধিকারী মৃত বিশ্বনাথ সাধুর ছেলে বিপ্লব সাধু নিজ নামেসহ তার মা ও ভাইয়ের নামে কপিলমুনির নাছিরপুর মৌজায় .৪৮ একর জমি খরিদ করে সেখানে টিনসেডের একটি গুদাম ঘর নির্মাণ করছেন। যার নামপত্তন খতিয়ান নং ৫৮৩। তার ঐ গুদাম সীমানায় স্থানীয় বিধান বিশ্বাসের বাবা ও কাকাদেরও খরিদা .১৫ একর খরিদা জমি রয়েছে। যার ডিপি খতিয়ান নং-৫২৩, দাগ নং-৫২৮। বিপ্লব সাধু তার খরিদা .৪৮ একর জমির .৪৭ একর জমির মধ্যে গুদাম ঘর নির্মাণ করলেও তার বাইরে আরোও ০.০১ একর জমিতে পার্শ্ববর্তী সীমানার জনৈক বিধান বিশ্বাস দিংদের লাগানো কিছু আমগাছ রোপন করা রয়েছে। নির্মানাধীন গুদাম ঘরে ঐ গাছের বেশ কিছু ডাল-পালা ঢুকে পড়ায় নির্মাণকাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিধানকে ডালগুলো কেটে নিতে অনুরোধ করে বিপ্লব সাধু। এর আগে নিজ নিজ জমির সীমানা বুঝে নিতে উভয় পক্ষ স্থানীয় আমিন দ্বারা মাপ-জরিপ করে উভয় পক্ষের স্বাক্ষরিত একটি রইদাদনামা প্রস্তুত করে। সে অনুযায়ী যার যার জমি বুঝে পেতে তারা ঐক্যমতে পৌছালেও বিধান প্রথমত ডাল-পালা কেটে নিতে তালবাহানা ও পরে নিজ দায়িত্বে ডালগুলো কেটে নিতে বলে।

সেমতে গত ১২ সেপ্টেম্বর শ্রমিক দিয়ে গাছের কয়েকটি ডাল কাটলে বিধান বেঁকে বসে এরজন্য বিপ্লবকে নানাবিধ হুমকি-ধামকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ ঘটনায় বিপ্লব শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ১৪ সেপ্টেম্বর কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম বিষয়টি থানায় বসাবসি করে বিষয়টি মিমাংশার জন্য বিধানকে তার বরফ কলে গিয়ে বলে আসেন।

বিধান বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ১৭ সেপ্টেম্বর স্থানীয় প্রেসক্লাবে বিপ্লব সাধুকে অনধিকার প্রবেশে তার সীমানায় ঢুকে ডাল কর্তন ও এসআই শাহাজুলকে জড়িয়ে তার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোহগ একটি সংবাদ সম্মেলনে চরম মিথ্যাচার করেন। এর পর দিন ১৮ সেপ্টেম্বর বিপ্লব সাধুসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামী করে দন্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারা মোতাবেক পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই দিনের ঘটনায় ভিন্ন বিবরনে একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নের্তৃবৃন্দ প্রকৃত ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি নির্মল মজুমদার, সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বণিক সমিতি ও প্রেসক্লাবের আহ্বায়ক জি,এম আব্দুর রাজ্জাক রাজু, পুলিশিং কমিটির নেতা সাধন চন্দ্র ভদ্র, আলহাজ্ব রফিকুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, কপিলমুনি প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবসহ পাইকগাছা উপজেলার সকল কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিনমিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীক নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাইকগাছার কপিলমুনিতে বিপ্লব সাধুর বিরুদ্ধে মানহানির চেষ্টার প্রতিকারে ব্যবসায়ী সমিতির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

“খুলনার পাইকগাছার কপিলমুনিতে নিজ খরিদা জমির আম গাছের ডাল কাটায় সংবাদ সম্মেলনে মিথ্যাচার ও একই ঘটনার ভিন্ন বর্ণনায় আদালতে দায়ের করা মিথ্যা মামলায় স্থানীয় বিশিষ্ঠ ব্যবসায়ী বিপ্লব সাধুকে হয়রাণীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সেখানকার অন্যতম ব্যবসায়ী সংগঠন বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতি।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় সংগঠনের ব্যানারে বিপ্লব সাধুর পক্ষে স্থানীয় কপিলমুনি ধান্যচত্ত্বরে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের কোষাধ্যক্ষ প্রভাষক তাপস কুমার সাধু।

এসময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, কপিলমুনির নির্মাণ বিপণীর স্বত্তাধিকারী মৃত বিশ্বনাথ সাধুর ছেলে বিপ্লব সাধু নিজ নামেসহ তার মা ও ভাইয়ের নামে কপিলমুনির নাছিরপুর মৌজায় .৪৮ একর জমি খরিদ করে সেখানে টিনসেডের একটি গুদাম ঘর নির্মাণ করছেন। যার নামপত্তন খতিয়ান নং ৫৮৩। তার ঐ গুদাম সীমানায় স্থানীয় বিধান বিশ্বাসের বাবা ও কাকাদেরও খরিদা .১৫ একর খরিদা জমি রয়েছে। যার ডিপি খতিয়ান নং-৫২৩, দাগ নং-৫২৮। বিপ্লব সাধু তার খরিদা .৪৮ একর জমির .৪৭ একর জমির মধ্যে গুদাম ঘর নির্মাণ করলেও তার বাইরে আরোও ০.০১ একর জমিতে পার্শ্ববর্তী সীমানার জনৈক বিধান বিশ্বাস দিংদের লাগানো কিছু আমগাছ রোপন করা রয়েছে। নির্মানাধীন গুদাম ঘরে ঐ গাছের বেশ কিছু ডাল-পালা ঢুকে পড়ায় নির্মাণকাজের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিধানকে ডালগুলো কেটে নিতে অনুরোধ করে বিপ্লব সাধু। এর আগে নিজ নিজ জমির সীমানা বুঝে নিতে উভয় পক্ষ স্থানীয় আমিন দ্বারা মাপ-জরিপ করে উভয় পক্ষের স্বাক্ষরিত একটি রইদাদনামা প্রস্তুত করে। সে অনুযায়ী যার যার জমি বুঝে পেতে তারা ঐক্যমতে পৌছালেও বিধান প্রথমত ডাল-পালা কেটে নিতে তালবাহানা ও পরে নিজ দায়িত্বে ডালগুলো কেটে নিতে বলে।

সেমতে গত ১২ সেপ্টেম্বর শ্রমিক দিয়ে গাছের কয়েকটি ডাল কাটলে বিধান বেঁকে বসে এরজন্য বিপ্লবকে নানাবিধ হুমকি-ধামকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ ঘটনায় বিপ্লব শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে ১৪ সেপ্টেম্বর কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই শাহজুল ইসলাম বিষয়টি থানায় বসাবসি করে বিষয়টি মিমাংশার জন্য বিধানকে তার বরফ কলে গিয়ে বলে আসেন।

বিধান বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ১৭ সেপ্টেম্বর স্থানীয় প্রেসক্লাবে বিপ্লব সাধুকে অনধিকার প্রবেশে তার সীমানায় ঢুকে ডাল কর্তন ও এসআই শাহাজুলকে জড়িয়ে তার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোহগ একটি সংবাদ সম্মেলনে চরম মিথ্যাচার করেন। এর পর দিন ১৮ সেপ্টেম্বর বিপ্লব সাধুসহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনকে আসামী করে দন্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ (২) ধারা মোতাবেক পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একই দিনের ঘটনায় ভিন্ন বিবরনে একটি মামলা করেন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নের্তৃবৃন্দ প্রকৃত ঘটনার তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বিনোদগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি নির্মল মজুমদার, সাধারণ সম্পাদক শেখ আনারুল ইসলাম,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, বণিক সমিতি ও প্রেসক্লাবের আহ্বায়ক জি,এম আব্দুর রাজ্জাক রাজু, পুলিশিং কমিটির নেতা সাধন চন্দ্র ভদ্র, আলহাজ্ব রফিকুল ইসলাম,পাইকগাছা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, কপিলমুনি প্রেসক্লাব ও সিটি প্রেসক্লাবসহ পাইকগাছা উপজেলার সকল কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিনমিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীক নের্তৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।