"খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি বণিক সমিতির সদস্য সচিব এম মাহমুদ আসলাম নিজ উদ্যোগে পথচারী ও সাধারণ তৃষ্ণার্থ মানুষের জন্য কমল পানীয় ও ঠান্ডাযুক্ত লেবুর সরবত বিতরণ করছেন।
তার এমন ব্যাতিক্রমী মানবিক উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন কপিলমুনি বাজার ব্যবসায়ী ও সুধী সমাজের নেতৃবৃন্দ।
পাইকগাছা উপজেলার মধ্যে মণি ঐতিহ্যবাহী কপিলমুনি বণিক সমিতির সামনে সকল শ্রেণী পেশার তৃষ্ণার্থ মানুষের জন্য এ আয়োজন শুরু হয়েছে মঙ্গলবার (৩১ এপ্রিল) থেকে। মানবিক এ কার্যক্রমের উদ্যোক্তা মাহমুদ আসলাম তাই প্রতিদিন সকালে এসে তৃষ্ণার্থ পথচারীদের মাঝে নিজ হাতে পানি বিতরণ করছেন।
বিশেষ করে গত কয়েক দিন ধরে সকাল থেকে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে সূর্যের প্রখরতা। এতে করে পুরো এলাকা জুড়ে তীব্র উত্তাপ ছড়িয়ে পড়েছে। ফলে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা পড়েছে চরম বিপাকে। রৌদ্র ও গরমের তীব্রতা এতটাই প্রখর যে, বাইরে কাজে বের হয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
তারপর ও জীবিকার তাগিদে উপায়ান্ত না পেয়ে তীব্র রোদ্রের মধ্যে কাজে বের হতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। দিনমজুর থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে অনেকাংশে। এরই মধ্যে কপিলমুনিতে আসা ভ্যান চালক, ইজিবাইক চালক, যাত্রী, পথচারী ও সাধারণ মানুষেরা বিতরণকৃত খাবার পানি খেয়ে তৃষ্ণা মেটাচ্ছে।সারাদেশ ব্যাপী তীব্র তাপদাহের প্রভাবে পুড়ছে দেশ, তীব্র গরমে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। প্রচন্ড গ্রীস্মের দাবাদাহে দগ্ধ খেটে খাওয়া ও পথচারী তৃষ্ণার্থ চাতকের মত একগ্লাস পানির অপেক্ষায়।