পাইকগাছায় রাস্তায় পাওয়া স্বর্ণের চুড়ি ফেরত দিলো ছাত্রলীগের দুই নেতা
- আপডেট সময় : ০৪:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩ ৩০৩ বার পঠিত
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে রাস্তায় পাওয়া দুটি সোনার চুড়ি ফেরত দিলো ছাত্রলীগের দুই নেতা। এই ঘটনায় প্রশংসায় ভাসালেন দুই তরুন কপিলমুনি কলেজ ছাএলীগের মোঃ খায়রুল ইসলাম ও লতার অমৃত লাল সরদার।
বুধবার (১৬ আগষ্ট) কপিলমুনি ইউপির কাজীমুছা গ্ৰামের নাসিম কাগজী কপিলমুনি থেকে স্ত্রীর জন্য তৈরি করা দুটি স্বর্ণের চুড়ি নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় পথিমধ্যে নাবা নামক স্থানে পড়ে যায়। এসময় কপিলমুনি একটি ব্যাগ পড়ে থাকতে দেখে কপিলমুনি কলেজ ছাএলীগের মোঃ খায়রুল ইসলাম রিমন ও লতা ছাএলীগের অমৃত লাল সরদার একটি খুলে তার ভিতরে দুটি স্বর্ণের বালা দেখতে পায়। এসময় খোঁজাখুঁজির পরে মালিককে পেয়ে কপিলমুনি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের উপস্থিতিতে নাসিম কাগজীর হাতে স্বর্ণের বালা দুটি দেওয়া হয়। এসময় নাসিম কাগজী আনন্দে আপ্লুত হয়ে পড়েন ও তাদের দুজনের জন্য দোয়া করেন। নাছিম কাগজী বলেন, বাংলাদেশ ছাত্রলীগের দুইজন মানবতার ফেরিওয়ালা। এদিকে শুভেচ্ছা শুভকামনায় ভাসছে তরুণ দুই নেতা।