পাইকগাছায় মৎস্য ঘেরের মাছ লুট ও বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগে আদালতে মামলা
- আপডেট সময় : ০৭:১৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩ ১২২ বার পঠিত
মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):
পাইকগাছায় ৪২ বছর দখলে থাকা মৎস ঘেরের বাসা রাতের আধারে পুড়িয়ে দেওয়া ও ঘেরের মাছ লুট এবং বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর গড়েরাবাদ গ্রামে।
এবিষয়ে ২৫ জনের নাম উল্লেখ করে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছে ক্ষতিগ্রস্ত ঘের মালিক নুর ইসলাম সরদার। যার নাং সি আর ১২৬২/২৩।
জানাযায়, উপজেলার চাঁদখালী ইউপির গড়েরাবাদ গ্রামে ১৯৮১ সালে মৃত নওশের সরদার ৫বিঘা জমি কিনে অদ্যাবধি শান্তিপূর্ণ ভাবে ধান ও মাছ চাষ করে আসছে।
মাঠ জরিপে ১১৬৬নং খতিয়ানে তার পিতা ও চাচাদের নামে রেকর্ড হলেও বিআরএস খতিয়ানে ভ্রমাত্মক রেকর্ড হয়।
সংশোধনের জন্য ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২১০৫/১৯ ও দেওয়ানী ৮১/২২ মামলা করেন। যা বর্তমানে বিচারাধীন রয়েছে। বিআরএস রেকর্ডধারী প্রভাবশালী মুজিবর মোল্যা গংরা বারবার জমি দখলের পায়তারা করছে।
নুর ইসলাম সরদার জানান, আমি এক আত্মীয়োর বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগে গত ১০ সেপ্টেম্বর রবিবার গভীর রাতে আমার ঘেরের মাছ লুট করে নিয়ে বাসায় আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে মুজিবর মোল্যারা।
এ বিষয়ে মুজিবর মোল্যা জানান,তারা নিজেরাই ঘেরের বাসা পুড়িয়ে দিয়ে আমাদের উপর দোষারোপ করছে।