ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্রিকার প্রকাশের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি দৈনিক রাজবাড়ী কন্ঠের প্রকাশকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় দু’পক্ষের বিরোধ ঠেকাতে তৃতীয় পক্ষের ৩জন গুরুতর জখম রাজবাড়ীতে শিক্ষকদের লাঞ্চিতের প্রতিবাদে মানববন্ধন গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে গুজব ছড়ানো সংবাদের প্রতিবাদ প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংসদ থেকে যত টাকা খোয়া গেছে আশুলিয়ায় ধর্ষকের গ্রেপ্তার ও বিচারের দাবীতে ভুক্তভোগী নারীর সংবাদ সম্মেলন দৌলতদিয়া- পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় ৭ জেলে নিখোঁজ 

পাইকগাছায় নার্সারী ব্যবসায় যুবক দিপঙ্করের ভাগ্যবদল

মোঃ ফসিয়ার রহমান-পাইকগাছা (খুলনা):
  • আপডেট সময় : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩ ১৮১ বার পঠিত

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):

পাইকগাছায় নার্সারী ব্যবসা করে সফল হয়েছেন নার্সারী ব্যবসায়ী দিপঙ্কর অধিকারী। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের সুকুমার অধিকারীর ছেলে।

ঔষধ ব্যবসা ছেড়ে নার্সারী পেশাকে বেছে নিয়েছেন দিপঙ্কর। দশ বছর আগে পিতা সুকুমার অধিকারীর মাধ্যমেই নার্সারী ব্যবসা শুরু করেন। প্রথমে তিনি ছোট্ট পরিসরে নার্সারীতে জোড়া কলম তৈরি শুরু করলেও বর্তমানে তার পৈত্রিক ৬ বিঘা জমিতে নার্সারী ব্যবসা গড়ে তুলেছেন। তিনি দেশ বিদেশ থেকে বীজ ও চারা সংগ্রহ করে নিজে মাতৃ বাগান তৈরি করে।

সঠিক জাত নির্বাচনের পর সেখান থেকে কলম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন চারা কলম সরবরাহ করে থাকেন। তার নার্সারীতে ১০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। দিপঙ্করের নার্সারী ব্যবসার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক আগ্রহী হয়ে উঠছেন নার্সারী ব্যবসায়।

সৌমিতা নার্সারীতে ভিয়েতনাম ও ক্যারালার নারিকেল ও সুপারি চারা রয়েছে। তার নার্সারিতে দেশি-বিদেশি জাতের পেয়ারা, বেদানা, কমলা, আমড়া, শরিফা, মাল্টা, কমলা, জাম্বুরা, সফেদা, বড়ই, কামরাঙ্গা, মিষ্টি তেতুল, চালতা, লিচু, কদবেল, লটকন, আমের জাতের মধ্যে হাঁড়িভাঙা, ল্যাঙড়া, আ¤্রপালি, হিম সাগর, গুটি, ফজলি, গৌরমতি, কাঠিমণ, বারি-৪, বেনানা ম্যাঙ্গো, চিয়াংমাই, ব্রæনাই কিং, মিয়াজাকি, ডগমাই, সহ প্রায় সকল জাতের আমের চারা রয়েছে।

আঠাহীন কাঁঠাল, থাই লঙ্গন, রুবি লঙ্গন, এবোকাডো,কাজু বাদাম, রক্ত চন্দন, শ্বেত চন্দন, হরিমন আপেল, পেপে, হাইব্রিড সজিনাসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ঔষধ ফলজ ও বনজ গাছের চারা কলম পাওয়া যায় তার নার্সারীতে।

পাইকগাছায় নার্সারী ব্যবসায় যুবক দিপঙ্করের ভাগ্যবদল

আপডেট সময় : ০৮:৩১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

মোঃ ফসিয়ার রহমান, পাইকগাছা (খুলনা):

পাইকগাছায় নার্সারী ব্যবসা করে সফল হয়েছেন নার্সারী ব্যবসায়ী দিপঙ্কর অধিকারী। তিনি উপজেলার গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের সুকুমার অধিকারীর ছেলে।

ঔষধ ব্যবসা ছেড়ে নার্সারী পেশাকে বেছে নিয়েছেন দিপঙ্কর। দশ বছর আগে পিতা সুকুমার অধিকারীর মাধ্যমেই নার্সারী ব্যবসা শুরু করেন। প্রথমে তিনি ছোট্ট পরিসরে নার্সারীতে জোড়া কলম তৈরি শুরু করলেও বর্তমানে তার পৈত্রিক ৬ বিঘা জমিতে নার্সারী ব্যবসা গড়ে তুলেছেন। তিনি দেশ বিদেশ থেকে বীজ ও চারা সংগ্রহ করে নিজে মাতৃ বাগান তৈরি করে।

সঠিক জাত নির্বাচনের পর সেখান থেকে কলম তৈরি করে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন চারা কলম সরবরাহ করে থাকেন। তার নার্সারীতে ১০ জন মানুষের কর্মসংস্থান হয়েছে। দিপঙ্করের নার্সারী ব্যবসার সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক আগ্রহী হয়ে উঠছেন নার্সারী ব্যবসায়।

সৌমিতা নার্সারীতে ভিয়েতনাম ও ক্যারালার নারিকেল ও সুপারি চারা রয়েছে। তার নার্সারিতে দেশি-বিদেশি জাতের পেয়ারা, বেদানা, কমলা, আমড়া, শরিফা, মাল্টা, কমলা, জাম্বুরা, সফেদা, বড়ই, কামরাঙ্গা, মিষ্টি তেতুল, চালতা, লিচু, কদবেল, লটকন, আমের জাতের মধ্যে হাঁড়িভাঙা, ল্যাঙড়া, আ¤্রপালি, হিম সাগর, গুটি, ফজলি, গৌরমতি, কাঠিমণ, বারি-৪, বেনানা ম্যাঙ্গো, চিয়াংমাই, ব্রæনাই কিং, মিয়াজাকি, ডগমাই, সহ প্রায় সকল জাতের আমের চারা রয়েছে।

আঠাহীন কাঁঠাল, থাই লঙ্গন, রুবি লঙ্গন, এবোকাডো,কাজু বাদাম, রক্ত চন্দন, শ্বেত চন্দন, হরিমন আপেল, পেপে, হাইব্রিড সজিনাসহ বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ঔষধ ফলজ ও বনজ গাছের চারা কলম পাওয়া যায় তার নার্সারীতে।