পাইকগাছায় উত্তরণের “সফল প্রকল্পের”উদ্যোগে কদবেলের চারা রোপণের উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৪৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ১১ বার পঠিত
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউপির শিলেমানপুরের খননকৃত খালের দু’ধারে উত্তরণ সংস্থার “সফল প্রকল্প”এর আওতায় কদবেলের চারা রোপণের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তরণ সংস্থা পাইকগাছা উপজেলা শাখার ম্যানেজার আব্দুস সাত্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত গাছের চারা রোপণের উদ্বোধন করেন। চারা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রকল্পের বৃক্ষরোপণ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিনারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৃক্ষরোপণ কমিটির সভাপতি বুলবুল আহমেদ।
এ সময় বক্তব্য রাখেন, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আলাউদ্দিন গাজী, আব্দুস সালাম মোড়ল, বাবুল সরদার, বিল কমিটির সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সেকেন্দার আলী গাজী। এছাড়াও আলোচনা সভায় উত্তরণ সংস্থার উপজেলা শাখার WCF শেখ জুয়েল পারভেজ, দীবোকর দে, তহিদুজ্জামান, তানবীর আহমেদ, ওয়াটার সেফ কমিটির সদস্য মনিরা খাতুন, তাছলিমা খাতুন, ওসমান মোড়ল, হুমায়ূন কবির, খাইরুল ইসলাম, জাহান আলী, সাত্তার মোড়লসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।