বাংলাদেশ পরিসংখ্যান বুড়োর উদ্যোগে “জনশুমারি ও গৃহগণনা-২১” প্রকল্পের অধীনে স্মার্ট নাগরিক গঠনে রাজবাড়ীর পাংশায় নবম ও দশম শ্রেণির মাদ্রাসা পরুয়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা সহায়ক উপহার হিসেবে ট্যাব প্রদান করা হয়েছে।
সোমবার (৮মে) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলার ২৪ টি মাদ্রাসার ১৪৪ জন মেধাবী শিক্ষার্থীকে এ ট্যাব উপহার দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর হাকিম এ ট্যাব বিতরণ করেণ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, জেলা পরিষদের সদস্য গবিন্দ কাুমার কুন্ডু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাহবুব হোসেন। এ অনুষ্ঠানের উপজেলা বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপকারভোগী মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।