নৌকাকে বিজয় করতে চিতলমারী সদর ইউনিয়নে উঠান বৈঠক
- আপডেট সময় : ০৯:৪৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ১৭৯ বার পঠিত
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শেখ হেলাল উদ্দীন এমপি’র পক্ষে চিতলমারীতে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
চিতলমারী সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্বাচনী ডুমুরিয়া কেন্দ্রের আওতাধীন খিলিগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ চত্বরে শুক্রবার সন্ধ্যা ৬ টায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সহকারী অধ্যাপক মুকুলেশ ঢালীর সভাপতিত্বে ও সুবাস বালার সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালশিরা কেন্দ্রের আহবায়ক এ্যাডঃ শরৎ চন্দ্র মজুমদার সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য শহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের নির্বাচন কমিটির আহবায়ক হরেন্দ্রানাথ বাড়ৈ, যুগ্ম আহবায়ক ও ৯ং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য সরদার টিটো, কেন্দ্র কমিটির যুগ্ম আহবায়ক জলিল ফকির, সহ-সভাপতি মতিলাল মন্ডল, ইউপি সদস্য সুলতান শেখ, ওয়ার্ড যুবলীগের সভাপতি লিটন বিশ্বাস, সাধারণ সম্পাদক রাজিব বালা সহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি ভ্রাতৃপ্রতিম সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী।