সুনামগঞ্জ জেলায় সময়মতো হাওর ফসল রক্ষা বাধেঁর কাজ শুরু না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপির নেতৃবৃন্দরা।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এনে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারন সম্পাদক এড. নুরুল ইসলাম নুরুল।
তারা লিখিত বক্তব্যে বলেন চলতি বোরো মৌসুমে ৭৩৩টি প্রকল্পের মাধ্যমে ৫৯১ কিলোমিটার ফসল রক্ষা বাধেঁর কাজ সময়মতো সম্পন্ন করার জন্য ১২৫ কোট টাকা বরাদ্দ দিয়েছে। নীতিমালা অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বরের ১৫ তারিখে সুনামগঞ্জের ১২টি উপজেলায় ৭৩৩টি প্রকল্পে বাধেঁর কাজ শুরু করে এবং চলতি বছরের ২৮ ফেব্রুয়ারীর মধ্য কাজ শেষ করার কথা থাকলে ও এখনো পর্যন্ত পাঁচভাগ কাজ সম্পন্ন হয়নি বলে দাবী তাদের। তাার বলেন নির্ধারিত সময়ে পিআইসি গঠন করে বাধেঁর কাজ শুরু করার কথা থাকলে ও সময়সীমার দেড়মাস পরে বাধেঁর কাজ শুরু এবং ২৮ ফেব্রুয়ারী কাজ শেষ করা নিয়ে শংঙ্কা প্রকাশ করেন । নিয়ম অনুযায়ী প্রকাশ্যে গনশুনানীর মাধ্যমে পিআইসি গঠনের কথা থাকলে ও স্বজনপ্রীতি করে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অধিকাংশ পিআইসি গঠন করা হয়েছে কর্মকর্তাদের পছন্দের এবং সরকার দলীয় লোকজনদের দিয়ে। তারা আরো বলেন সম্প্রতি সরেজমিনে বাধঁ পরিদর্শন করে বাধঁ নির্মাণে দূর্নীতি ও অনিময় হয়েছে বলে দাবী করে বলেন অক্ষত বাধেঁ পুনরায় বরাদ্দ,প্রয়োজনের তুলনায় অধিক বরাদ্দ দেয়ায় হাওরের কৃষকদের কোন কাজে আসবে না। নির্ধারিত সময়ে আর মাত্র ১১দিন বাকি থাকলে ও জেলার অধিকাংশ ক্লোজার এখনো উন্মুক্ত আছে এবং কিছু বাধেঁর কাজ সবেমাত্র শুরু হয়েছে। ¯েøাভ এবং দুরমুজের কাজ হয়নি। অনেক ক্লোজারে বাশঁ, বস্তা,চাটাই বসানো হয়নি। জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড গত ১২ই জানুয়ারী বাধেঁর কাজের ৬৭ ভাগ সম্পন্ন হয়েছে দাবী করলে ও তাদের দাবী ২৫ভাগ থেকে ৩০ ভাগ বাধেঁর কাজ সম্পন্ন হয়েছে বলে বিএনপির নেতারা দাবী করেন। অবিলম্বে সকল বাধেঁর কাজ নির্ধারিত সময়সীমার মধ্যে সম্পন্ন করা না হলে হাওরের ফসল নিয়ে কৃষকদের শংঙ্কা থেকেই যাবে এবং এর দায় দায়িত্ব প্রশাসন ও সকল পিআইসির সদস্যদের নিতে হবে। অন্যতায় সকল কৃষকদের নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষনা ও দেন তারা।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, ,জেলা বিএনপির সহ সভাপতি এড. মল্লিক মইনুদ্দিন সুহেল,নাদীর আহমদ,আফসার উদ্দিন,সেলিম উদ্দিন,আবুল কালাম আজাদ,মোঃ আনছার উদ্দিন,যুগ্ম সাধারন সম্পাদক এড. জিয়াউর রহিম শাহিন,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল জেলা কৃষকদলের আহবায়ক মো. আনিসুল হক,সদস্য সচিব আব্দুল ওয়াদুদ,বিএনপি নেতা রাকিবুল হাসান দিলু,যুক্তরাজ্যে বিএনপি নেতা আবুল হাসনাত কয়েছ,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোনাজ্জির হোসেন,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু,যুগ্ম সাধারন সম্পাদক মমিনুল হক কালারচান,তোফাজ্জল হোসেন,জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তায়েফ মিয়া প্রমুখ।