সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে বাসচাপায় শিশু নিহত
শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
- আপডেট সময় : ১১:৫৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ১৭৩ বার পঠিত
শেরপুরের নালিতাবাড়ীতে বাস চাপায় শুভ নামে এগারো বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সন্ধায় নালিতাবাড়ী উপজেলার নয়াবিল বাজার এলাকায় নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুভ উপজেলার নয়াবিল গ্রামের আনোয়ার হোসেন ভুট্টু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, সন্ধায় ‘কিরণ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস নালিতাবাড়ী থেকে বৈশাখী বাজারের দিকে যাচ্ছিল। এসময় শুভ রাস্তা পারপার হতে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। পরে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।