ময়মনসিংহের নান্দাইলে মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ৮ জুয়ারীক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উপজেলার শেরপুর ইউনিয়নের পূর্ব রাজাবাড়িয়া গ্রামের’ টিক্কেরচর বাজারের পশ্চিম পাশে হাছেন কবিরাজের পতিত জমিতে কতিপয় লোকজন দীর্ঘদিন ধরে তাস খেলার মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া খেলা হচ্ছে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মজিদের তত্বাবধানে নান্দাইল থানা পুলিশ রোববার (১২ফেব্রুয়ারী ) রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন জুয়ারীকে গ্রেফতার করে থানা পুলিশ।
জানাযায়, গোপন সংবাদ পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে জুয়াখেলারত অবস্থায় মোঃ আজিজুল ইসলামের পুত্র তাইজুল ইসলাম (২৫), মোঃ কিতাব আলীর পুত্র মোঃ সুনু মিয়া (৪৫), আবুল কালামের পুত্র মোঃ হুমায়ুন কবির (২৩), হালিম উদ্দিনের পুত্র মহর উদ্দিন (৪৫), মৃত মিয়া হোসেনের পুত্র রসুল মিয়া (৪৫) সর্ব এলাকা পূর্ব রাজাবাড়ীয়া, কাছুম আলী আকন্দের পুত্র , মোঃ নজরুল ইসলাম(৫০), ফজলুল হকের পুত্র শফিকুল ইসলাম শরিফ (৩০), গ্রাম- উত্তর তারাপাশা, মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র আলামিন (৩৫), সাং-বরিল্লাকে গ্রেফতার করে।
তাদের নিকট থেকে সাদা পুরাতন প্লাস্টিকের বিছানো বস্তা, বিভিন্ন রকমের তাস ১ বান্ডিল, একটি কমলা রংয়ের টর্চ লাইট, জুয়া খেলার কাজে ব্যবহৃত বিভিন্ন নোটের নগদ দুই হাজার তিনশত ছিয়ান্নবই টাকা আলামত হিসাবে তালিকা মূলে জব্দ করেন।
এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদের ৮ জুয়াড়ী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ধৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নান্দাইল মডেল থানার মামলা নং-১৬(২)২৪, ধারা- জুয়া আইনের ৩/৪/১১ ধারায় নিয়মিত মামলা রুজু করে সকল আসামীদের সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।