নান্দাইলে ৩ চাঁদাবাজ ও ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২২:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২০৩ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে সড়কে চাঁদাবাজি ও মাদকমুক্ত নান্দাইল গড়তে নান্দাইল মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৩ চাঁদাবাজ ও ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
শনিবার (২০ জানুয়ারি)অভিযানে উপজেলার বাহাদুরনগর গ্রামের বেপারী বাড়ির মোড় থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ঈশ্বরগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত আঃ মালেকের পুত্র কাজিম উদ্দিন (৩০)কে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি আব্দুল কাইয়ুমকে গ্রেফতার করা হয়।
এছাড়াও ময়মনসিংহ -কিশোরগঞ্জ হাইওয়ে সড়কের নান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধভাবে অটোরিকশা, সিএনজি এবং পিক-আপ গাড়ি থেকে চাঁদা উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিততে যৌথ অভিযান পরিচালনা করে পাছঁপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের পুত্র মোঃ আল আমিন (২৮), ঝালুয়া গ্রামের মোঃ ফরজুল হকের পুত্র মোঃ মাজাহারুল ইসলাম (৩০), চার আনিপাড়া গ্রামের মোঃ আবুল হাসেমের পুত্র মোঃ মামুন হাসান (২২) গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল কর্তৃক ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ২৯১ ধারা মোতাবেক প্রত্যেককে এক মাসের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।