নান্দাইলে ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্টিত
- আপডেট সময় : ০৯:৪৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২১ অগাস্ট ২০২৩ ৩৭৯ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে ২১ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার পুরাতন বাসস্ট্যান্ড মেজর জেনারেল আব্দুস সালাম আর সি ডি এস পি এস সির নেতৃত্বাধীন দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহানের সভাপতিত্বে সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুল্লাহ লিটনের সঞ্চালনায়, বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী ভূঁইয়া,মোসলেম উদ্দিন ফকির, সাবেক পৌরসভার মেয়র আব্দুস ছাত্তার ভূইয়া উজ্জল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, ৪ নং চন্ডীপাশা ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া ৯ নং আচারগাও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, সাবেক ইউপি চেয়ারম্যান এমদাদুল হক ভূইয়া , সাইদুর রহমান, ইলিয়াস উদ্দিন,আব্দুল লতিফ প্রমূখ ।
২১ শে আগষ্ট ২০০৪ সালে এই দিনে রাজধানীর বঙ্গবন্ধুর এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হন দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ দলের ২৪ জন ও আহত হন ৩০০ জন।
তৎকালীন সংসদের বিরোধী দলের নেতা আওয়ামী লীগের সভাপতি অল্পের জন্য বেচে গেলেও ক্ষতিগ্রস্হ হয় তার শ্রবণশক্তি। বক্তারা বলেন, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও তার মনোনীতদের নির্বাচিত করার জন্যে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান।
তিনি ২১ আগস্টের হত্যাকান্ডে জড়িত খুনীদের সর্বোচ্চ শাস্তি অবিলম্বে নিশ্চিত করার জন্যে দাবি জানান।
২১ আগষ্ট সেই ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।